খুলনায় প্রিজন সেল থেকে পালানো আসামী পুনরায় গ্রেফতার

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫

  • শেয়ার করুন

খুলনা, ১৩ আগস্ট ২০২৫:

মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর হাসপাতালের প্রিজন সেল থেকে পালানো আসামী ইউসুফ হাওলাদারকে পুনরায় গ্রেফতার করেছে খালিশপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট বুধবার খালিশপুর থানা পুলিশ মাদক মামলায় ইউসুফ হাওলাদারকে গ্রেফতার করে। পরে বুকে ব্যথা অনুভব করলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে প্রিজন সেলে রাখা হয়। তবে ৭ আগস্ট ভোর রাতে তিনি প্রিজন সেল থেকে পালিয়ে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় পেনাল কোডের ২২৪ ধারায় মামলা রুজু করা হয়।

আজ বুধবার (১৩ আগস্ট) দুপুর ১টার দিকে খালিশপুর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আলমনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ইউসুফ হাওলাদার (২৫) খুলনার খালিশপুর থানার আলমনগর এলাকার মৃত শাহজাহান হাওলাদারের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • শেয়ার করুন