31.4 C
Khulna
Thursday, August 14, 2025

খুলনা রুপসায় অস্ত্র ও মাদক সহ হত্যা মামলার আসামি গ্রেফতার

খুলনার রূপসা উপজেলায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামি শেখ হাফিজ (৩২)সহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার (১৩ আগস্ট) রাত ৩টা থেকে ভোর পর্যন্ত আইচগাতী ইউনিয়নের বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন— হাফিজের সহযোগী তানজিল হাসান জ্যোতি (৩৭), মো. মাসুম শেখ (২২) ও মো. দীপু শেখ (২৪)। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ধারালো ছুরি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত ২৬ জুন রাতে রূপসার রাজাপুর এলাকায় গুলি করে সাব্বিরকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ