31.7 C
Khulna
Thursday, August 14, 2025

খুলনা ডুমুরিয়ায় ভর্তির অর্থ জোগাড় না হওয়ায় শিক্ষার্থীর জীবনের ইতি

খুলনার ডুমুরিয়া উপজেলার লাইনবিলপাবলা গ্রামে অর্থাভাবের কারণে একাদশ শ্রেণিতে ভর্তি হতে না পেরে এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অনামিকা নামের ওই শিক্ষার্থী সম্প্রতি এসএসসি পাস করে। সহপাঠীরা ইতোমধ্যে কলেজে ভর্তি হলেও দরিদ্র পিতা আনন্দ বিশ্বাসের পক্ষে ভর্তির জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা সম্ভব হয়নি। পরিবারের পাঁচ সদস্যের ব্যয় ও প্রতিবন্ধী শিশুর দেখাশোনার দায়িত্বে থাকা দিনমজুর পিতার দৈনিক আয়ে সংসার চালানোই ছিল কষ্টকর।

ভর্তির টাকা জোগাড়ে কয়েকদিন অপেক্ষা করতে বললেও, অভিমানে বাড়ির সবার অগোচরে অনামিকা নিজের জীবন শেষ করে দেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম জানান, “অর্থাভাবে অনেক মেধাবী শিক্ষার্থী লেখাপড়া চালিয়ে যেতে পারছে না। কিছু ক্ষেত্রে দুঃখজনকভাবে এমন আত্মঘাতী ঘটনাও ঘটছে।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছিল। NS: খুলনা গেজেট

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ