Home জাতীয় ময়মনসিংহে ২৪ ঘণ্টায় ৬ মরদেহ উদ্ধার

ময়মনসিংহে ২৪ ঘণ্টায় ৬ মরদেহ উদ্ধার

0

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে শিশুসহ ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ। একই সঙ্গে বানার নদে নৌকা থেকে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছে।বুধবার (১৩ আগস্ট) রাত ৯টা থেকে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৯টা পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ময়মনসিংহ নগরীতে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পুকুরে গোসল করতে নেমে আবু হুরায়রা (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত আবু হুরায়রা নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের কোনাচিপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত। বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পানিতে তলিয়ে গেলে দুপুর ২ টায় ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে শিশুটির মধ্যে উদ্ধার করে।

নগরের ব্রাক্ষ্মপল্লী এলাকার জারিফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ৬ তলার আবাসিক বিল্ডিংয়ে লিলি বেগম (৫০) নামে এক মহিলার মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে দরজা ভেঙে পুলিশ মরদেহ উদ্ধার করে। তার মৃত্যুর কারণ জানতে পারেনি পুলিশ।জেলার ত্রিশালে রতন চন্দ্র দাস (২৬) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার ফাতেমা নগর স্টেশনের পাশের ফসল জমি থেকে মরদেহ উদ্ধার করে। তার মাথায় আঘাত ও একটি হাত ভাঙা ছিল। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।নিহত রতন চন্দ্র সাহা উপজেলার নলছিড়ি গ্রামের মতিলাল চন্দ্র সাহার ছেলে। তিনি গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন।

জেলার ভালুকা উপজেলার কাচিনা গ্রামের তালগাছের মরাডাল কাটতে গিয়ে ফিরোজ মিয়া (৫৫) নামে এক শ্রমিকের গাছেই মৃত্যু হয়েছে। নিহত ফিরোজ উপজেলার পাড়াগাঁও গ্রামের মৃত গুঞ্জন আলী সরকারের ছেলে। ডাল কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে আঘাত পেয়ে গাছেই মৃত্যু হলে ফায়ার সার্ভিসের লোকজন গাছ থেকে মরদেহ উদ্ধার করেন।

জেলার নান্দাইলে বাঁশ বাগান থেকে ঝুলন্ত অবস্থায় আসমা খাতুন (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯ টায় খারুয়া ইউনিয়নের হালিউড়া উত্তরপাড়া থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আসমা খাতুন ওই গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী।জেলার গফরগাঁও উপজেলায় নৌকা থেকে পড়ে সেলিম (৪২) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সেলিম ত্রিলাল উপজেলার মনোহর চিকনা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেলার ভালুকা থেকে মাজার জিয়ারতের উদ্দেশ্যে নদীপথে ফরিদপুরে কেল্লা শাহ-র মাজার যাওয়ার সময় গফরগাঁওয়ের শীতলক্ষ্যা নদীতে ট্রলার থেকে পড়ে গিয়ে গতকাল বুধবার রাত ৪ টার দিকে দুইজন নিখোঁজ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় একজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে সেলিম। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেলিমকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি।

ফুলপুরে সদর ইউনিয়নের আলোকদি গ্রাম থেকে খলিলুর রহমান ওরফে নিকেল (৪৫) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার দুপুরের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে বুধবার রাত ৯ টার দিকে একচি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। তার বুকে ও গলায় আঘাতের চিহ্ন থাকায় এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বৃহস্পতিবার একটি হত্যা মামলা করেছেন।ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘হত্যার ঘটনাগুলো তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হচ্ছে। তবে, অধিকাংশ ঘটনায় অপমৃত্যু। অপমৃত্যু রোধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে।’ NS:সময়

Exit mobile version