Home সারাবাংলা রাজশাহীতে কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-বিস্ফোরকসহ পরিচালক আটক

রাজশাহীতে কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-বিস্ফোরকসহ পরিচালক আটক

0

রাজশাহী নগরীর ‘ডক্টরস ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার ভোরে নগরীর কাদিরগঞ্জ এলাকার একটি বাড়িতে অবস্থিত ওই কোচিং সেন্টারে অভিযান শুরু করেন রাজশাহী সেনা ক্যাম্প ৪০ ইস্ট বেঙ্গল সদস্যরা। বাড়িটি সেনাবাহিনী ঘিরে রাখে। সেখান থেকে বেশকিছু অস্ত্র ও বিস্ফোরক পাওয়া গেছে।

অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের ঘটনায় ডক্টর ইংলিশ কোচিং সেন্টারের মালিক মুনতাসিরুল আলম আনিন্দ্যকে আটক করা হয়েছে। এছাড়া তার সহযোগী মো. রবিন ও ফয়সাল নামে দু’জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। মুনতাসিরুল আলম অনিন্দ্য জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে এর আগে একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অনিন্দ্যের বাবা শফিউল আলম লাটকু মহানগর বিএনপি সাবেক সহসভাপতি। একইসঙ্গে অনিন্দ্য রাজশাহীর সাবেক মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই।

পুলিশ জানিয়েছে, অনিন্দ্য হলি আর্টিজান হত্যাকাণ্ডের পর ‘জঙ্গি সন্দেহে’ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।
স্থানীয়রা জানান, এ ঘটনায় তিনি এক বছর কারাবন্দী ছিলেন।রাজশাহী সেনা ক্যাম্প কমান্ডারের দেওয়া এক প্রেস রিলিজে বলা হয়, অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, ছয়টি দেশীয় অস্ত্র, বিদেশি সাতটি ধারালো ডেগার, পাঁচটি উন্নতমানের ওয়াকিটকি সেট, একটি সামরিক মানের জিপিএস, একটি টিজার গান, বিভিন্ন দেশি ও বিদেশি কার্টিজ, বিপুলসংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক বোমা বানানোর সরঞ্জামা, ছয়টি কম্পিউটার সেট. বিভিন্ন দেশি বিদেশি মদ, ১১টি নাইট্রোজেন কার্টিজ (বিস্ফোরণের কাজে ব্যবহৃত তাজা সামগ্রী হওয়ায় বোম্ব ডিসপোজাল ইউনিট দ্বারা নিষ্ক্রিয় করা হয়েছে)। পুকুরে অভিযান চালিয়ে কোনো অস্ত্র পায়নি ডুবুরি দল।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তিনি কোনো তথ্য জানেন না।

Exit mobile version