খুলনা প্রতিনিধি ।। ১৬ আগস্ট
খুলনায় লবণচড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মিকো (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় এক যুবক (২৫) গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে খুলনা মহানগরের লবণচড়া থানাধীন রূপসা ব্রিজ ও লবণচড়া থানার মাঝামাঝি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সোনাডাঙ্গা এলাকার পুরাতন গল্লামারি লাইন্স স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা মো. মিকো। তিনি মো. মিন্টুর ছেলে।
অপর আহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ৯-১০ নম্বর ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ জানিয়েছে, আহত যুবকের পরিচয় শনাক্তে পরিবার ও স্থানীয়দের সহযোগিতা কামনা করা হচ্ছে।