Home আঞ্চলিক সংবাদ খুলনায় ধর্ষণ মামলার আসামি বাদল শেখ ঢাকায় গ্রেফতার

খুলনায় ধর্ষণ মামলার আসামি বাদল শেখ ঢাকায় গ্রেফতার

0

খুলনা মহানগরীর খানজাহান আলী থানা পুলিশ র‌্যাব-৩ এর সহায়তায় ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) ঢাকার শাহজাহানপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির নাম বাদল শেখ (৩৫)। তিনি নড়াইল জেলার কালিয়া থানার বাঁশগ্রাম এলাকার মৃত অহিদুল শেখের ছেলে। তার বিরুদ্ধে খানজাহান আলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১)/৩০ ধারায় মামলা (নং-৬, তারিখ: ১৩ মে ২০২৫) দায়ের ছিল।

গ্রেফতারের পর বাদল শেখকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Exit mobile version