Home রাজনীতি খুব দ্রুত ফজলুর ফাঁসির দাবিতে রাজপথ উত্তাল হবে, মুক্তিযোদ্ধারা খোদার দরবারে ফরিয়াদ...

খুব দ্রুত ফজলুর ফাঁসির দাবিতে রাজপথ উত্তাল হবে, মুক্তিযোদ্ধারা খোদার দরবারে ফরিয়াদ জানাবে: রনি

0

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানের একটি বক্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়। পরে ‘উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী’ বক্তব্যের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। এবার এ প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।

তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে দেওয়া হল—

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ হচ্ছে । ১৭টি সংগঠন তার গ্রেপ্তার দাবি করছে। আশা করা যায়— খুব দ্রুত তার ফাঁসির দাবিতে রাজপথ উত্তাল হবে। বিএনপি তাকে বহিষ্কার করবে। মুক্তিযোদ্ধারা তসবি হাতে খোদার দরবারে ফরিয়াদ জানাবে।

অনেকে বিরক্ত হয়ে বলবে— এই বুড়ো বয়সে এতো কথা বলার কী দরকার ছিল!

Exit mobile version