26.1 C
Khulna
Tuesday, August 26, 2025

অবৈধ অস্ত্রের তথ্য দিলেই সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার

অবৈধ অস্ত্রের খবর দিলে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। আর গুলির খবর দিলে প্রতিটির জন্য দেওয়া হবে ৫০০ টাকা।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা জানান, যারা অস্ত্রের তথ্য দেবে তাদের পরিচয় গোপন রাখা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পিস্তল ও শর্টগানের তথ্য দিলে ৫০ হাজার, চায়না রাইফেলে ১ লাখ, এসএমজি দেড় লাখ, এলএমজি ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া প্রতি গুলির জন্য ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে।গাজীপুর পুলিশ কমিশনারকে নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাস্তা বন্ধ করে চলাচলের বিষয়ে তাঁকে (গাজীপুরের পুলিশ কমিশনার) শোকজ করা হবে। ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সুষ্ঠু নির্বাচন নির্ভর করে জনগণ এবং রাজনৈতিক দলের ওপর। তারা নির্বাচনমুখী হলে অনেক সমস্যা কমে যাবে। জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে।’

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ