Home আঞ্চলিক সংবাদ খুলনায় নদী থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

খুলনায় নদী থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

0

খুলনার কাজীবাছা নদী থেকে অজ্ঞাতনামা এক পুরুষের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে তেতুলতলা এলাকায় লাশটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে একটি ভরা বস্তা ভাসতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। এ সময় সানজিদা নামের এক নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। পরে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৌ–পুলিশকে অবগত করে।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা খায়রুল বাশার জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে নৌ–পুলিশকে বিষয়টি জানানো হয়। যেহেতু লাশটি নদীতে পাওয়া গেছে, তদন্তের দায়িত্ব নৌ–পুলিশের।

রূপসা নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, “সংবাদ পেয়ে দুপুর ৩টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে বস্তা থেকে এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। লাশটি ফুলে গেছে এবং পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।”
তিনি আরও জানান, লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ দলকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।

Exit mobile version