27.7 C
Khulna
Tuesday, August 26, 2025

লন্ডনে এবার মুসলিম নারীর ছদ্মবেশে চুরির সময় ভারতীয় পুরুষ গ্রেপ্তার

লন্ডনে লক্ষ্মণ লাল নামে এক ভারতীয় পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। হিজাব পরে মুসলিম নারীর পোশাকে দোকান থেকে চুরি করার অভিযোগে তাকে আটক করা হয়েছে। উপস্থিত জনতার হাতে অভিযুক্ত ভারতীয় আটক হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শনিবার (২৩ আগস্ট) এআরওয়াই নিউজ, ডায়লগ পাকিস্তানসহ একাধিক নিউজ পোর্টালের ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও ও রিল আকারে একটি ফুটেজ ছড়িয়ে পড়ে।ভাইরাল ভিডিওতে দেখা যায়, বোরখা পরা ওই ব্যক্তির হিজাব খুলতেই একজন পুরুষ বের হয়ে আসছেন। তাকে ধরে ফেলায় উৎসুক জনতাকে উল্লাস করতে দেখা যায়। মুহূর্তেই ভাইরাল হয় এই ভিডিও।

এর আগে গত মাসে লন্ডন থেকে স্কটল্যান্ডগামী একটি বিমানে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তির অস্থির আচরণ এবং মুসলিম সেজে আতঙ্ক সৃষ্টি করার ঘটনায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়। লন্ডনের লুটন বিমানবন্দর থেকে গ্লাসগো অভিমুখী ইজি-জেট ফ্লাইটের এই ঘটনার পরপরই পুলিশের হাতে আটক হন ৪১ বছর বয়সী অভয় নায়েক।অভয় নায়েক, যিনি বেডফোর্ডশায়ারের লুটন শহরের বাসিন্দা, বিমানে হঠাৎ করে চিৎকার করে বলছিলেন, “আমেরিকার মৃত্যু হোক,” “ট্রাম্পের মৃত্যু হোক,” এবং “আল্লাহু আকবার।” তার এমন উক্তি এবং আচরণে বিমানের সহযাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন, এমনকি অনেকেই সন্দেহ করেছিলেন যে এটি কোনও আত্মঘাতী হামলা কিংবা জঙ্গি তৎপরতা হতে পারে।

গুরুতর পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর, বিমানের পাইলট জরুরি অবতরণ করেন এবং অভয় নায়েককে পুলিশে সোপর্দ করেন। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং স্কটল্যান্ড পুলিশ তা পর্যবেক্ষণ করছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ