25.7 C
Khulna
Wednesday, August 27, 2025

খুলনায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, স্বামীর পরিবার পলাতক

খুলনা শহরের বয়রা ইসলামিয়া কলেজ রোডে পারিবারিক কলহের জেরে চাদনী বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মাসুদ ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ২৬ আগস্ট, ২০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে স্বামী মাসুদ চাদনীকে শারীরিকভাবে নির্যাতন করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত চাদনী বেগমের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার সাহাপুর গ্রামে। বিয়ের পর থেকে তিনি স্বামী মাসুদকে নিয়ে বয়রা ইসলামিয়া কলেজ রোডের ৪ নম্বর গলিতে বসবাস করছিলেন। তাদের একটি ছোট সন্তান রয়েছে।

চাদনীর পরিবার অভিযোগ করেছে, মাসুদ নিয়মিতভাবে স্ত্রীকে নির্যাতন করতেন। মাত্র ২০০ টাকা নিয়ে ঘটনার সূত্রপাত হলেও এর আগেও একাধিকবার তিনি শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হন।

নিহতের স্বজনরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে ঘটনার পর থেকেই মাসুদ ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

পুলিশ জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ