26.6 C
Khulna
Thursday, August 28, 2025

ডিসি মাসুদের বিরুদ্ধে প্রকৌশল শিক্ষার্থীকে গলা টিপে ধরার অভিযোগ আবরার ফাইয়াজের

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমের বিরুদ্ধে প্রকৌশল শিক্ষার্থীকে গলা টিপে ধরার অভিযোগ করেছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ। বুধবার (২৭ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

ওই পোস্টে ডিসি মাসুদের ছবি শেয়ার করে আবরার ফাইয়াজ লেখেন, মিন্টু রোডের সামনে আসার পরে কোনো ব্যারিকেড নাই, পুলিশ নাই। রাস্তা দিয়ে গাড়ি চলতেছে। আমরা কয়েকজন মিলে থামাইলাম সবাইকে, ছবির ভদ্রলোক এসে ২০ ব্যাচের এক ভাইয়ের গলা চেপে ধরলো। বেশ কয়েকজনকে ঘুষি-লাথি দিলো পেছন থেকে এসে। আমাদের আজকের বেশিরভাগ শিক্ষার্থী ছিল ঢাকার বাইরের। দেখে ক্ষেপে গিয়ে পোলাপান মিন্টু রোডে ঢুকল।তিনি লেখেন, আমি নিজের তারপরে সামনে গিয়ে থামাইলাম, আর কয়েকজন ভাইকে নিয়ে। এর প্রায় মিনিট খানেক পর দেখি হঠাৎ পায়ের নিচে সাউন্ড গ্রেনেড আর লাঠিচার্জ শুরু। লাইক আমি পেছনে ঘুরে সবাইকে আটকে রাখছি, আর হঠাৎ পুলিশ এসে লাঠিচার্জ।

এরপরে পোলাপান পেছায়ে গেলো, যমুনার কোনো এক সিকিউরিটি ইনচার্জ এসে বলল, বাবা তুমি ওদের পেছাতে বলো একটু গিয়ে। আমি কিছু কথা বলে বললাম, আপনারা টিয়ারশেল বা সাউন্ড গ্রেনেড আর মাইরেন না, আমরা পেছাচ্ছি। অথচ পোলাপাইন পর্যন্ত যাওয়ার আগেই টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, জলকামান ব্যবহার করলো। যাকেই একা পেয়েছে, ধরে পেটায়ছে। একজনের মেরুদণ্ডে স্প্রিন্টার ঢুকে গেছে।

তিনি আরও লেখেন, স্টুডেন্টদের ওপর হামলার পর যদি ম্যাও ম্যাও করে সবাই পালাইতোই তাহলে আজকে হাসিনার সরকারই থাকত। Sorry to say, স্টুডেন্টরা আগে হামলা করেছে এর সত্যতা জুলাইয়ে ২০০০ পুলিশ নিহত হওয়া থেকে বিন্দুমাত্র বেশি না। হাসিনা গেলো, কিন্তু হাসিনার পুলিশ আর গেল না।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ