Home সারাবাংলা বরিশালে ভাইয়ের চোখ তুলে নেয়ার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

বরিশালে ভাইয়ের চোখ তুলে নেয়ার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

0

২৮ আগস্ট, প্রতিদিন খুলনা :
বরিশাল: বরিশালের মুলাদীতে এক ভাই তার অন্য ভাইয়ের কাছে গচ্ছিত রাখা টাকা ও স্বর্ণালংকার ফেরত চাওয়ায় তার চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এই নৃশংস ঘটনার প্রধান আসামি স্বপন ব্যাপারীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
আজ বৃহস্পতিবার (২৬শে আগস্ট) সকালে উজিরপুর উপজেলার মশং এলাকা থেকে মুলাদী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
গত শুক্রবার (২২শে আগস্ট) গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবচর গ্রামের ব্যাপারী বাড়িতে এই পাশবিক ঘটনা ঘটে।
ভুক্তভোগী রিপন ব্যাপারী তার মেজ ভাই রোকন ব্যাপারীর কাছে প্রায় ৭ লাখ টাকা এবং ২০ ভরি স্বর্ণালংকার গচ্ছিত রেখেছিলেন। এই টাকা ও স্বর্ণালংকার ফেরত চাওয়ার পর তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের পিতা আসেদ আলী ব্যাপারীর নির্দেশে অপর দুই ছেলে স্বপন ব্যাপারী ও রোকন ব্যাপারী মিলে রিপনের দুটি চোখ হাত দিয়ে উপড়ে ফেলেন।

Exit mobile version