26 C
Khulna
Friday, August 29, 2025

খুলনায় ভল্ট থেকে টাকা ও ডলার আত্মসাত, সাউথ বাংলার দু’জনের বিরুদ্ধে মামলা

খুলনায় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ভল্ট থেকে নগদ টাকা ও মার্কিন ডলার আত্মসাতের ঘটনায় দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৭ আগস্ট) রাতে দুদকের খুলনা জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. মহসীন আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন— ব্যাংকের খুলনা শাখার ক্যাশ ইনচার্জ মুহাম্মদ জুন্নুরাইন সিদ্দিকী তানভীর এবং সাপোর্ট স্টাফ এস এম মুহাইমিনুল ইসলাম ওরফে মিঠু। তাদের বিরুদ্ধে ভল্ট থেকে নগদ ১০ লাখ ৫০ হাজার টাকা এবং তিন হাজার মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

দুদকের উপ-সহকারী পরিচালক মো. মহসীন আলী জানান, বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা লেনদেন বিষয়ক কার্যক্রমে বাংলাদেশ ব্যাংকের খুলনা আঞ্চলিক শাখার প্রতিনিধিরা আকস্মিকভাবে এসবিএসি ব্যাংকের খুলনা শাখার ভল্ট পরিদর্শনে গেলে টাকার অমিল ধরা পড়ে। পরবর্তীতে তদন্তে দুদক ভল্ট থেকে বিভিন্ন সময়ে টাকা ও ডলার সরিয়ে আত্মসাতের প্রমাণ পায়।

তিনি আরও বলেন, অভিযুক্ত দুই কর্মকর্তা ব্যক্তিগতভাবে অর্থ আত্মসাৎ করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ