25.9 C
Khulna
Friday, August 29, 2025

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে ইয়াবাসহ নারী গ্রেফতার

খুলনা মহানগরীকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) রাতে খুলনা সদর থানাধীন টুটপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আকলিমা বেগম (৩৯) নামে এক নারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি মৃত আকতারের কন্যা এবং টুটপাড়া মেইন রোড এলাকায় বসবাস করতেন।

অভিযানে তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জানিয়েছে, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি মাদকের উৎস এবং এর সাথে জড়িত অন্যান্যদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ