Home রাজনীতি হাদীর মধ্যে শহীদ নূর হোসেনের প্রতিচ্ছবি দেখতে পান প্রেস সচিব

হাদীর মধ্যে শহীদ নূর হোসেনের প্রতিচ্ছবি দেখতে পান প্রেস সচিব

0

তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেনের সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদীর সাদৃশ্য খুঁজে পেয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৩০ আগস্ট) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ওসমান শরীফ হাদীর মধ্যে যেন শহীদ নূর হোসেনের পুনর্জন্ম দেখতে পাই। তাদের চেহারার মিল বিস্ময়কর।’

তিনি আরও লেখেন, ‘শুধু একটি জিনিস অনুপস্থিত, আর তা হলো কণ্ঠস্বর। আমরা জানি হাদি কীভাবে কথা বলেন—সহজে একের পর এক যুক্তি খণ্ডন করে দেন।’১৯৮৭ সালের ১০ নভেম্বর নূর হোসেন বুক-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ লিখে রাজপথে বের হয়েছিলেন। সেদিন জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের স্বৈরশাসনবিরোধী আন্দোলনের মিছিলে পুলিশ গুলি চালালে শহীদ হন যুবলীগ কর্মী নূর হোসেন ও নেতা বাবুল। প্রতিবছর ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস পালিত হয়।

Exit mobile version