27.1 C
Khulna
Monday, September 1, 2025

ছাত্রলীগের বড় বড় ক্যাডাররা হেলমেট পরে ছাত্রদের মেরেছে: চবি উপ উপাচার্য

ছাত্রলীগের বড় বড় ক্যাডাররা হেলমেট পরে ছাত্রদের মেরেছে বলে জানালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন। এ সময় শিক্ষার্থীদের ওপর নারকীয় হামলায় প্রশাসনের অসহায়ত্বের কথা তুলে ধরে সাংবাদিকদের সামনে কাঁদলেন তিনি।

রোববার দুপুর ৩টার দিকে চবির মেডিকেল সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে কান্নারত অবস্থায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, আমাদের শিক্ষক ও ছাত্রদের তারা মেরেছে। আমরা মেডিকেলে জায়গা দিতে পারছি না। চিটাগাং মেডিকেলে ৪-৫টা গাড়ি পাঠিয়েছি। সেখানে ৫ শতাধিক শিক্ষার্থী আহত আছে।

তিনি আরও বলেন, আমরা কোন জগতে আছি। ছাত্রলীগের বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে হেলমেট পরে ছাত্রদের মারধর করছে। পুলিশ নাই, কোনো কিছু নাই। আমরা সিওসির সঙ্গে কথা বলেছি, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছি, প্রধান উপদেষ্টার দপ্তরে কথা বলেছি, দুই ঘণ্টা চলে গেছে এখনো এখানে কেউ আসে নাই।উল্লেখ্য, শনিবার রাতে একটি বাসার দারোয়ান কর্তৃক এক ছাত্রীকে মারধরের পর শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে উত্তেজনার সূত্রপাত হয়। এ পর্যন্ত অন্তত দেড় শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনা সমাধানে চেষ্টা করতে গিয়ে রোববার স্থানীয়দের ধাওয়ায় অসুস্থ হয়ে যান উপ-উপাচার্য (প্রশাসন) কামাল উদ্দিন। পরে গুরুতর আহত অবস্থায় প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে মেডিকেল আনা হয়। এছাড়া উপ-উপাচার্য (একাডেমিক) শামীম উদ্দিন খান আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামদা দিয়ে ছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে। স্থানীয় বাসা ও মেসে অবস্থান করা শিক্ষার্থীদের ঘরের দরজা ভেঙে ঢুকে পেটানোর অভিযোগও পাওয়া গেছে। এছাড়া আহত করে একতলার ছাদ থেকে ফেলে দেওয়ার একটা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু কাওসারকে কল দিলে তিনি কল কেটে দেন।চবি কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র বলছে, গ্রামবাসীর সঙ্গে মিশে হেলমেট ও মুখোশ পড়ে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় চবি ক্যাম্পাস ও আশপাশের এলাকায় রোববার দুপুর ২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন ১৪৪ ধারা জারি করেন। তবে ১৪৪ ধারা জারির আরও প্রায় দুই ঘণ্টা পর বিকাল ৪টার দিকে ঘটনাস্থলে পুলিশ, র‌্যাব, বিজিবি গাড়ি এলে শিক্ষার্থীরা তাদের ওপর ক্ষুব্ধ হয়ে নানা স্লোগান দিতে থাকেন।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ