আফগানিস্তানে সোমবার ভোররাতে ৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ২৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান কর্মকর্তারা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যানুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি হয় পাকিস্তান সীমান্তের কাছে জালালাবাদ শহর থেকে প্রায় ১৭ মাইল দূরে, স্থানীয় সময় রাত ১২টার দিকে (বাংলাদেশ সময় রোববার দুপুর ৩টা ৩০ মিনিট)।
আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান জানান, দুর্গম পার্বত্য এলাকায় ভূমিকম্পটি আঘাত হানায় ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান পেতে সময় লাগবে। তিনি আরও বলেন, “আমরা ব্যাপক উদ্ধার অভিযান শুরু করেছি এবং শত শত মানুষকে দুর্গত এলাকায় সহায়তার জন্য মোতায়েন করেছি।”
ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় আফগানিস্তানে প্রায়ই এ ধরনের দুর্যোগ ঘটে। দেশটির পূর্বাঞ্চল পার্বত্য হওয়ায় ভূমিধসের ঝুঁকিও বেশি, ফলে উদ্ধারকাজ আরও কঠিন হয়ে পড়ে।
বিশেষজ্ঞরা জানান, ভূমিকম্পটির গভীরতা মাত্র ৫ মাইল হওয়ায় তুলনামূলকভাবে মাঝারি মাত্রার হলেও তা ভয়াবহ ধ্বংসযজ্ঞ ডেকে এনেছে। এর আগে ২০২২ সালে পূর্ব আফগানিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্পে প্রায় ১,০০০ জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছিল।