31.2 C
Khulna
Friday, September 5, 2025

খুলনায় ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তদের গুলিতে মো. গোলাম কিবরিয়া (ব্যবসায়ী) গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত আড়াইটার দিকে রূপসা থানাধীন বাগমারা রুহুল আমিন সড়ক সংলগ্ন জাহানাবাদ মাছ কোম্পানীর সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কাজ শেষে গোলাম কিবরিয়া বাড়ি ফিরছিলেন। এসময় দু’টি মোটরসাইকেলে আসা অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। একটি গুলি তার থুতনির নিচে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকায় প্রেরণ করা হয়।

আহত ব্যবসায়ী উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা আক্কেল আলী মুন্সির ছেলে।
রূপসা থানার সেকেন্ড অফিসার এসআই ফজলুল হক জাহিদ বলেন, “গোলাগুলির কোনো তথ্য আমার জানা নেই। রাত আড়াইটা পর্যন্ত আমি থানায় ছিলাম। কাকে গুলি করা হয়েছে সে বিষয়েও অবগত নই।”

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ