27.1 C
Khulna
Wednesday, September 3, 2025

জাতীয় পার্টি–১৪ দলের নিষিদ্ধকরণ চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ

ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, একইসঙ্গে আমরা জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রমও নিষিদ্ধ চেয়েছি।’

তিনি আরো বলেন, ‘গত ৫৩ বছরে জনমতের প্রতিফলন হয়নি।

যেই লাউ সেই কদু করে ট্র্যাডিশনাল পদ্ধতিতে নির্বাচন করলে জনমতের প্রতিফলন হবে না।’

দেশের আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে, কোনো উন্নতি হয়নি দাবি করে অধ্যাপক আশরাফ বলেন, বৈঠকে এ নিয়েও কথা হয়েছে। সংস্কার ও বিচার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও তার দল মনে করে।

অধ্যাপক আশরাফ বলেন, ‘প্রধান উপদেষ্টা বিষয়টি নিজে নোট করেছেন।

তিনি বলেছেন, একটি অপশক্তি সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ