খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে ফের হামলা ও ভাঙচুর চালিয়েছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর ফেরিঘাট মোড় থেকে মিছিল নিয়ে তারা ডাকবাংলো মোড়ের জাপা অফিসে হামলা চালায়।
এসময় অফিসের সাইনবোর্ড ও আসবাবপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত থাকলেও কোনো ধরনের তৎপরতা বা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে দেখা যায়নি।
হামলার ঘটনায় স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।