26.2 C
Khulna
Thursday, September 4, 2025

অসুস্থতার অজুহাতে ছুটি নিয়ে বিএনপির অনুষ্ঠানে প্রধান শিক্ষক

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন জিয়ারা খাতুন রোজি নামে এক শিক্ষক। তিনি অষ্টমীর ইউনিয়নের চর মুদাফৎ কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

সোমবার ছিল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকাল ১০টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এমন কথা বলে মোবাইল ফোনে সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেনের কাছ থেকে মৌখিক ছুটি নেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়ারা খাতুন রোজি। বেলা ১১টার দিকে তাকে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার সামনের সারিতে দেখা যায়।
এ-সংক্রান্ত ছবি ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনা হয়। বিদ্যালয়ের অভিভাবকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা বলছেন, সরকারি চাকরিতে দায়িত্ব পালনকালে ছুটি নিয়ে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া সরকারি শৃঙ্খলা ভঙ্গের শামিল। এ ধরনের কাজ সরকারি চাকরিজীবীর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করে।

উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার জানান, শিক্ষক জিয়ারা খাতুন রোজি জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়ারা খাতুন রোজি ছুটি নিয়ে দলীয় প্রোগ্রামে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, চাকরিবিধি অনুযায়ী কাজটি ঠিক হয়নি। আগামী ৬ মাসের মধ্যে চাকরি বা রাজনীতি যে কোনো একটি বেছে নেবেন বলে জানান তিনি।

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, শিক্ষক জিয়ারা খাতুন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক জানতে পেরে প্রমাণসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। জেলা অফিস তার বিষয়ে ব্যবস্থা নেবে। সূত্র সমকাল

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ