26.9 C
Khulna
Friday, September 5, 2025

জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধের দাবিতে শুক্রবার সর্বদলীয় সমাবেশ

ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সর্বদলীয় সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ। আগামী ৫ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার রাতে গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ আগস্ট আল-রাজি কমপ্লেক্সের সামনে সংবাদ সম্মেলনের সময় নুরুল হক নুরের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়। হামলার সময় দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর করা হয় এবং এ ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

গণ অধিকার পরিষদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে বিচার প্রক্রিয়ার আশ্বাস দেওয়া হলেও ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও হামলাকারীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে সংগঠনটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই অভ্যুত্থানে সামনের সারির যোদ্ধা হিসেবে অবদান রাখা নুরুল হক নুরের ওপর এই হামলা ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের ইঙ্গিত দেয়। গণ অধিকার পরিষদ দাবি করেছে, আওয়ামী লীগের দোসর বাহিনী এবং জাতীয় পার্টির ষড়যন্ত্রের মাধ্যমেই এ হামলা সংঘটিত হয়েছে, যা নয়া বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে বিপর্যস্ত করার প্রচেষ্টা।

গণ অধিকার পরিষদ হামলাকারীদের বিচারের পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে। একই সঙ্গে গণতন্ত্রকামী জনগণ, রাজনৈতিক কর্মী ও সমর্থকদের শাহবাগের সমাবেশে যোগ দিয়ে সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ