32.9 C
Khulna
Friday, September 5, 2025

খুলনায় হিলিয়াম রেস্টুরেন্টে নারীদের ওয়াশরুমে ভিডিও সহ সিসি ক্যামেরা উদ্ধার

খুলনায় হিলিয়াম রেস্টুরেন্টের মহিলা ওয়াশরুম থেকে গোপন সিসি ক্যামেরা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ঘটনাটির ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, তাদের খুলনা শাখার এক কর্মী এ ধরনের দুঃখজনক ও অগ্রহণযোগ্য কাজের সঙ্গে জড়িত ছিলেন। বিষয়টি জানার পরপরই তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে হিলিয়াম কর্তৃপক্ষ নিজেই মামলার বাদী হয়ে আইনি ব্যবস্থা নিয়েছে।

এ ঘটনায় হিলিয়াম খুলনার পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়—
“আমাদের অতিথি ও সমাজের কাছে এই আস্থা ভঙ্গের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের নিরাপত্তা ও মর্যাদাই সর্বদা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”

ঘটনার পর থেকেই রেস্টুরেন্টটিকে ঘিরে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ