32.9 C
Khulna
Saturday, September 6, 2025

জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপির নিন্দা

জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কিছু উচ্ছৃঙ্খল মানুষের হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশায় জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক। ভিন্নমত থাকলেও শক্তি প্রয়োগের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রকৃত গণতন্ত্রে বহুদলীয় রাজনীতির অস্তিত্ব অপরিহার্য। কোনো রাজনৈতিক দল টিকে থাকবে কিনা তা নির্ভর করে জনগণের ইচ্ছার ওপর। হামলা, হুমকি বা সহিংস আচরণের মাধ্যমে ভয়-ভীতি সৃষ্টি করে কোনো দলের সাংগঠনিক কার্যক্রম থামিয়ে দেওয়া গণতান্ত্রিক চেতনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

বিএনপি জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ