32 C
Khulna
Saturday, September 6, 2025

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবারে হামলা: পুলিশের ওপর হামলায় মামলা, আসামি ৩ হাজারের বেশি

রাজবাড়ী জেলার গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে বিক্ষুব্ধ জনতার হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতনামা ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার জনকে আসামি করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম। তিনি জানান, শুক্রবারের ঘটনায় পুলিশের ১০ থেকে ১২ জন সদস্য আহত হয়েছেন এবং বিক্ষুব্ধ জনতা পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করেছে। পরে থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে রাতেই মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, “গতকাল বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলের দরবার শরীফে হামলা চালালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে যেতে চেষ্টা করে। তখন পুলিশের ওপর হামলা হয় এবং দুটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

এদিকে হামলা, অগ্নিসংযোগ ও মরদেহ উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার ঘটনায় বর্তমানে গোয়ালন্দে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দরবারের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনাস্থল দেখতে ভিড় করছেন স্থানীয় উৎসুক জনতা।

উল্লেখ্য, শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ডে নুরাল পাগলের দরবারে হামলা ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এসময় নুরাল পাগলের অনুসারীদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত ও উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে হামলাকারীরা নুরাল পাগলের কবর থেকে মরদেহ উত্তোলন করে অগ্নিসংযোগ করে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ