26.2 C
Khulna
Sunday, September 7, 2025

কৃষকলীগ ও ছাত্রদল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

পাবনা সদর উপজেলার মালিনগাছা ইউনিয়নে পূর্বশত্রুতার জেরে কৃষকলীগ ও ছাত্রদল নেতার বাড়িতে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। এ ঘটনায় আওয়ামী লীগপন্থীদের দায়ী করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগীদের পক্ষ থেকে ইমরান হোসেন বাদী হয়ে পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে মালিনগাছা ইউনিয়নের ডেন্দপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এবং জেলা ছাত্রদলের সহ-অর্থ বিষয়ক সম্পাদক রনবীর শেখ রনির বাড়িতে ৫০-৬০ জন সশস্ত্র ব্যক্তি হামলা চালায়।

ভুক্তভোগীদের অভিযোগ, আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত শিমুল, রাজ সরদার, আশরাফ প্রামাণিক, সুমন, মাসুদ, শিপু বিশ্বাস ও রাকিবের নেতৃত্বে ১৫-২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত এ হামলা চালায়। হামলাকারীরা বাড়িঘরে ভাঙচুর চালায়, অগ্নিসংযোগের চেষ্টা করে এবং ঘরের ভেতর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় বাড়ির সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ডেন্দপুর গ্রাম ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ