26.2 C
Khulna
Sunday, September 7, 2025

নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের নিন্দা

রাজবাড়ীর গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলটি ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নিজেকে ‘ইমাম মাহদি’ দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশ কথিত ‘ইমান-আকিদা রক্ষা কমিটি’র সদস্যরা কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে। তিনি বলেন, নুরুল হক জীবদ্দশায় যা কিছু করে থাকুন না কেন, তার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তবে এভাবে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া ইসলাম অনুমোদন করে না। এ ঘটনায় মানবিক ও ধর্মীয় মূল্যবোধ চরমভাবে লঙ্ঘিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও ইসলামী আদর্শভিত্তিক দল। সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ড দলটি বরদাশত করে না। শান্তি প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াত সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। তাই গোয়ালন্দের ঘটনার সঙ্গে জামায়াতের নাম জড়ানোর প্রচেষ্টা ‘দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত’।

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, দেশে আইন ও বিচারব্যবস্থা বিদ্যমান। তাই আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ