29.9 C
Khulna
Sunday, September 7, 2025

আদালত থেকে কারাগারে নেয়ার সময় মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

আদালত থেকে ফেরার পথে অনিয়ম: এসআইসহ ১১ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে আদালত থেকে কারাগারে ফিরিয়ে আনার পথে অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগে পুলিশের এক এসআই ও ১০ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

বরখাস্তকৃতরা হলেন— এসআই আবুল কাশেম, কনস্টেবল মনিরুজ্জামান, মো. কবির হোসেন, ইমরান, নির্জন খান, শামীম আলম, মো. রনি হোসেন, শরীফুল ইসলাম, তানভির রহমান, মো. আবু সাইদ মিয়া ও রবীন্দ্র দাস।

পুলিশের আদেশে জানানো হয়, গত ১২ আগস্ট কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে আসামি মতিউর রহমানকে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির করতে একটি স্কর্ট দল রওনা দেয়। আদালতে হাজিরা শেষে ফেরার পথে তারা যাত্রাবিরতি করে খাবারের ব্যবস্থা করেন। এ সময় মতিউর রহমানকে আলাদা কক্ষে বসিয়ে খাবার খাওয়ানো হয়, যা স্কর্ট ডিউটির শৃঙ্খলার পরিপন্থী।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি তদন্তে নামে তিন সদস্যবিশিষ্ট কমিটি। কমিটির প্রতিবেদনে স্কর্ট অফিসার ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

আদেশে আরও বলা হয়, এ ধরনের কার্যকলাপ বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি অসদাচরণ ও পুলিশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। তাই পুলিশ রেগুলেশন অব বেঙ্গল, ১৯৪৩-এর প্রবিধান ৮৮০ মোতাবেক তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তের সময় তারা নিয়মিত বেতন-ভাতা পাবেন, তবে পুলিশ লাইন্সে সার্বক্ষণিক উপস্থিত থেকে সাদা পোশাকে রোলকল, পিটি ও প্যারেডে অংশ নিতে হবে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ