চট্টগ্রামের হাটহাজারীতে কওমি ও সুন্নি মতাদর্শের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এক আদেশে জানান, জননিরাপত্তা নিশ্চিত ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় হাটহাজারীর মীরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন পর্যন্ত এবং উপজেলা গেইট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত সড়কের উভয় পাশ ও তৎসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এটি কার্যকর থাকবে শনিবার রাত ১০টা থেকে রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা পর্যন্ত। এ সময়ে ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ, পাঁচজনের বেশি মানুষের একত্রে অবস্থান এবং আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র বা বিস্ফোরক বহন নিষিদ্ধ থাকবে।
এর আগে, শনিবার সকালে হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসার সামনে অবমাননাকর ভঙ্গিতে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন আরিয়ান ইব্রাহিম নামে এক যুবক। বিষয়টি নিয়ে কওমি মহলে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর হাটহাজারী পৌর এলাকায় মাদ্রাসাশিক্ষার্থী ও স্থানীয়রা বিক্ষোভ মিছিল বের করেন এবং পৌরসভার গোলচত্বরে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন। এসময় একটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার পরপরই পুলিশ আরিয়ান ইব্রাহিমকে ফটিকছড়ি পৌর এলাকা থেকে আটক করে। আটক যুবক পরবর্তীতে এক ভিডিও বার্তায় তার কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেন। তবে উত্তেজনা নিয়ন্ত্রণে না আসায় সন্ধ্যা থেকে মাদরাসাশিক্ষার্থী ও সুন্নি মতাদর্শের অনুসারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।