Home আঞ্চলিক সংবাদ ডাকসু নির্বাচনে ভোট চেয়ে খুলনায় ছাত্রদল নেতা বহিষ্কার

ডাকসু নির্বাচনে ভোট চেয়ে খুলনায় ছাত্রদল নেতা বহিষ্কার

0

ডাকসু নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ছাত্রদল নেতা বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রচারণা চালানোর অভিযোগে খুলনার রূপসা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (৬ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কোনো সাংগঠনিক নির্দেশনা ছাড়াই আসন্ন ডাকসু নির্বাচনে ভোটারদের কাছে সরাসরি ভোট চেয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং শৃঙ্খলাভঙ্গ করায় ইমতিয়াজ আলী সুজনকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সংগঠনের সূত্র জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে সুজনকে এক নারী ভোটারকে ফোন দিয়ে নিজেকে রূপসা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে পরিচয় দিতে শোনা যায়। তিনি ওই ভোটারকে ছাত্রদলের সমর্থিত ‘আবিদ-হামিম-মায়েদ পরিষদে’ ভোট দেওয়ার আহ্বান জানান।

ঘটনার পর বিষয়টি কেন্দ্রীয় নেতাদের নজরে এলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়।

এ ছাড়া ইমতিয়াজ আলী সুজন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকেও জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিমের পক্ষে প্রচারণা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

Exit mobile version