29.2 C
Khulna
Sunday, September 7, 2025

ডাকসুর ভিপি নির্বাচনের জরিপ: জনপ্রিয়তার শীর্ষে ছাত্রদল মনোনীত আবিদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভিপি পদে ছাত্রদল মনোনীত প্রার্থী আবিদুল ইসলাম খান বিপুল ব্যবধানে এগিয়ে আছেন। ‘বাংলাদেশ পাবলিক একাডেমি’ ও ভলান্টিয়ার সংস্থা ‘বেসরকারি’ পরিচালিত সর্বশেষ জরিপে অংশ নিয়েছেন ২৪০ জন ইচ্ছুক ভোটার।

জরিপের ফলাফল অনুযায়ী, আবিদুল ইসলাম খান ৪৬ শতাংশ ভোট পেয়েছেন। বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)-এর আব্দুল কাদের ১৮ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ১২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন। অন্যদিকে, শিবিরের মোঃ আবু সাদিক ৯ শতাংশ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন।

নির্বাচন উপলক্ষে প্রচারণা শেষ হবে রবিবার রাত ১০টায়। ভোট গ্রহণ নির্ধারিত হয়েছে আগামী মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর। শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা তাদের কর্মপরিকল্পনা ও প্রতিশ্রুতি ভোটারদের কাছে তুলে ধরছেন।

জরিপ ও প্রচারণা চলাকালীন, প্রার্থীদের মধ্যে সুষ্ঠু ভোটের নিশ্চয়তা এবং সম্ভাব্য ষড়যন্ত্র নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে নারী ভোটারদের নিরাপদ ভোট পরিবেশ নিয়ে কিছু প্রার্থী শঙ্কা প্রকাশ করেছেন।

ছুটির দিনে ক্যাম্পাসে শিক্ষার্থীর উপস্থিতি কম থাকায় প্রচারণা প্রধানত হলকেন্দ্রিক হয়েছে। ছাত্রদলের আবিদুল ইসলাম খান হাজী মুহম্মদ মহসিন হলে প্রচারণা শুরু করেন এবং সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার পাশাপাশি নারী হেনস্তা রোধে বিশেষ সেল গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ