জামালপুরে চরমোনাই পীরের বক্তব্য
সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, এ পদ্ধতিতে এককভাবে ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠার সুযোগ থাকে না, পাশাপাশি কালোটাকা ও পেশিশক্তির প্রভাবও কমে যায়।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের ফৌজদারি এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
চরমোনাই পীর বলেন, “৩৫-৪০ শতাংশ ভোট পেয়ে কেউ সরকার গঠন করে, তারপর সংবিধানকে নিজেদের খেলার মাঠ বানায়—এটা চলতে পারে না। ৪০ শতাংশ ভোটের সরকার হলে বাকি ৬০ শতাংশ ভোটের মূল্য কোথায়?”
তিনি আরও বলেন, “দেশের মানুষ প্রাণ দিয়েছে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও দখলবাজদের ক্ষমতায় আনার জন্য নয়। প্রয়োজন হলে আবারও মানুষ রাজপথে নেমে দেশকে মুক্ত করবে।”
সমাবেশে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, সদস্য সৈয়দ ইউনুছ আহাম্মদসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জামালপুর জেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল।