27.4 C
Khulna
Monday, September 8, 2025

কুমিল্লায় ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের মরদেহ উদ্ধার

কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকার একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৪) ও তার মা তাহমিনা আক্তার (৫০)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে নেলী কটেজ নামের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

বাড়ির মালিক আনিসুল ইসলাম রানা জানান, চার বছর আগে কুমিল্লার আদালতের হিসাবরক্ষণ কর্মকর্তা নুরুল ইসলাম বাসাটি ভাড়া নেন। নুরুল ইসলামের মৃত্যুর পর তার স্ত্রী সন্তানদের নিয়ে সেখানে বসবাস করছিলেন। তারা সাধারণত খুব একটা মেলামেশা করতেন না। রোববার রাতে নিহতের দুই ছেলে ঢাকায় থেকে বাসায় ফিরে দরজা খোলা অবস্থায় পান। প্রথমে ভেবেছিলেন মা ও বোন ঘুমিয়ে আছেন। কিন্তু দীর্ঘসময় সাড়া না পেয়ে ডেকে দেখেন তারা নড়ছে না। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রোববার সকাল ৮টা ৮ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি টুপি, পাঞ্জাবি ও পাজামা পরে বাসায় প্রবেশ করেন। সকাল ১১টা ২২ মিনিটে তাকে বাসা থেকে বের হতে দেখা যায়। এরপর সকাল ১১টা ৩৪ মিনিটে আবারও তিনি বাসায় প্রবেশ করেন। তবে দুপুর ১টা ৩৫ মিনিট পর্যন্ত আর কোনো ফুটেজে তাকে দেখা যায়নি।

ওসি মহিনুল ইসলাম জানান, মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ উদঘাটনে আলামত সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজসহ সব তথ্য পর্যালোচনা করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ