প্রতিদিন খুলনা।। ৮ সেপ্টেম্বর ২০২৫
খুলনা জেলার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের গুনারী ২ নম্বর ওয়ার্ডে পূর্বশত্রুতার জেরে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম রেখা রানী মণ্ডল (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রেখা রানীর গরুর বাছুর প্রতিবেশী মিলন গোলদারের ধানক্ষেতে ঢুকে পড়ে। এসময় বাছুর তাড়াতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিলন গোলদার তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারলে ঘটনাস্থলেই রেখা রানীর মৃত্যু হয়।
নিহতের স্বামী বিষ্ণুপদ মণ্ডল অভিযোগ করে বলেন, স্ত্রীর চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন, স্ত্রী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। তাকে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় প্রতিবাদ করলে মিলন গোলদার তাকেও বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”