সংক্ষিপ্ত:
ছোটপর্দার অভিনেতা আরশ খান ফেসবুকে নিজের ব্যক্তিজীবনের অভ্যাস ও ধূমপানের ক্ষতির কথা শেয়ার করেছেন। জানিয়েছেন, ১৯ বছর ধূমপানের কারণে তার ফুসফুস প্রায় শেষের দিকে। সিগারেট ছাড়ার জন্য ভেপ ব্যবহারে ক্ষতি আরও বেড়ে গেছে। নতুন ধূমপায়ীদের সতর্ক করেছেন, সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স কিছু নেই।
বিস্তারিত:
ছোটপর্দার আলোচিত অভিনেতা আরশ খান সম্প্রতি ফেসবুকে নিজের ধূমপানের অভ্যাস ও তার ক্ষতিকর প্রভাব নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫:১০ মিনিটে তার ভেরিফায়েড পেজে স্ট্যাটাসে তিনি লিখেছেন, স্কুলজীবনে বন্ধুদের সঙ্গে ফ্লেক্স করার জন্য সিগারেট খাওয়া শুরু করেছিলেন। ১৯ বছরের দীর্ঘ সময়ে তার ফুসফুসে মারাত্মক ক্ষতি হয়েছে।
আরশ খান আরও জানিয়েছেন, সিগারেট ছাড়ার জন্য ভেপ ব্যবহার শুরু করেছেন, কিন্তু মাত্র ছয় মাসে ফুসফুসের ক্ষতি তিন গুণ বেড়ে গেছে। তিনি সতর্ক করেছেন, নতুন ধূমপায়ী ও যারা সম্প্রতি ধূমপানের অভ্যাস নিতে যাচ্ছেন, তারা এই বিষয় থেকে দূরে থাকুন। তিনি বলেছেন, ফুসফুসের কিছু ক্ষতি কখনোই ঠিক হয় না, এবং ভেপ ব্যবহারে যে ক্ষতি হয় তার চিকিৎসা নেই।
শেষে আরশ খান বলেন, “সিগারেট এমন প্রেমিকা, যাকে একদম ছাড়তে হবে; ভেপকে রিবাউন্ড বানানো যাবে না। তাই সাবধানভাবে কাজ করুন, আমার মতো করে ভুল করবেন না।”