27.4 C
Khulna
Monday, September 8, 2025

এবার পূজা উপলক্ষে মদ-গাঁজার আসর বসানো যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ ও আশপাশের মেলায় কোনো ধরনের মদ ও গাঁজার আসর বসানো যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৮ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “২৪ ঘণ্টা পূজামণ্ডপ পর্যবেক্ষণে থাকবে। আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে। পূজা উপলক্ষে আশেপাশে যে মেলা বসে, সেখানে মদ ও গাঁজার আসর বসে থাকে। তবে এবার তা হবে না।”

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় হিন্দু সম্প্রদায়ের নেতারাও প্রতিশ্রুতি দিয়েছেন। পূজামণ্ডপে দিনে তিনজন ও রাতে চারজন করে স্থানীয় দায়িত্বশীল ব্যক্তি সার্বক্ষণিকভাবে পাহারায় থাকবেন।

সাংবাদিকদের তিনি বলেন, “আমরা একটি নতুন অ্যাপ চালু করেছি। এর মাধ্যমে কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা যাবে। পাশাপাশি ঘটনাটির সত্যতা যাচাই করাও সম্ভব হবে।”

প্রসঙ্গত, বর্ডার এলাকার পূজামণ্ডপগুলোর দায়িত্বে থাকবে বিজিবি। তবে সারাদেশে আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপ রয়েছে। ঢাকায় প্রতিমা বিসর্জনের সময় শৃঙ্খলা বজায় রাখতে ধারাবাহিকতা অনুসারে একে একে প্রতিমা বিসর্জন দিতে হবে।

তিনি বলেন, “এবার পূজা আয়োজক কমিটি কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেনি। গতবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হয়েছিল। এবারও আরও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হবে।”

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ