27.4 C
Khulna
Monday, September 8, 2025

২৫ সেকেন্ডে হাতুড়ির দিয়ে ২৩ বার আঘাত করা হয় ইকবালকে

বগুড়ায় পেট্রলপাম্প কর্মকর্তা ইকবাল হোসেন হত্যা মামলার প্রধান আসামি রাকিবুল ইসলাম ওরফে রতনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাকিবুল ইসলাম বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, শনিবার ভোররাতে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে ঘুমন্ত অবস্থায় হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পেট্রলপাম্পের ব্যবস্থাপক ইকবাল হোসেনকে হত্যা করেন রাকিবুল। হত্যার সময় সিসিটিভি ফুটেজে ধরা পড়ে তাকে ইকবালকে ২৩ বার হাতুড়ি দিয়ে আঘাত করতে। প্রায় ২৫ সেকেন্ডের মধ্যেই মৃত্যু নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।

বগুড়া জেলা ডিবির ওসি ইকবাল বাহার জানান, তেল চুরির অভিযোগে মারধরের প্রতিশোধ নিতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন রাকিবুল। হত্যার পর তিনি আত্মগোপনে চলে যান এবং গাজীপুরে লুকিয়ে ছিলেন।

শনিবার দিবাগত রাতে সংঘটিত এ হত্যার ঘটনায় রোববার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ইকবালের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ