26.8 C
Khulna
Tuesday, September 9, 2025

বিএনপির মধ্যে লুটপাট-দুর্নীতি নাই: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপির মধ্যে লুটপাট ও দুর্নীতি নেই। মানুষ সবসময় বিএনপির পক্ষে থাকে। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জয়লাভ করবে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আওয়ামী লীগ ও শেখ পরিবারকে তীব্র সমালোচনা করে বলেন, “শেখ হাসিনা ভারতে পালালেও রক্ষা পাবেন না। তাকে জনতার আদালতে বিচার করতে আনা হবে।”

তিনি অভিযোগ করেন, “শেখ হাসিনার সরকার গণহত্যা করেছে, টাকা লুট করেছে, অথচ এখনো ক্ষমা চায়নি। দিনের ভোট রাতে হয়েছে। ৭২ ও ৭৫ ছিল দেশের কালো সময়। শেখ মুজিব নির্বিচারে হত্যাযজ্ঞ চালানোর জন্য রক্ষীবাহিনী গঠন করেছিলেন। দুর্ভিক্ষে ১০ লাখ মানুষ মারা গেলেও তিনি বলেছিলেন, আমি কিছু দিতে পারব না।”

দুদু আরও বলেন, “শেখ পরিবার হলো ব্র্যান্ডের চোর, ডাকাত, খুনি ও লুটেরা। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান, শেখ মুজিব নন।”

তিনি দাবি করেন, বিএনপি একটি গণমানুষের দল। জনগণের ভোটেই বিএনপি ক্ষমতায় এসেছে এবং ভবিষ্যতেও জনগণের ভোটেই আসবে।

এর আগে, সকালে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুর করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা ও স্থানীয় নেতারা।

দীর্ঘ ৮ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনে কাউন্সিলরদের ভোটে জেলা বিএনপির নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. পয়গাম আলী। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় আগেই মির্জা ফয়সল আমিনকে সভাপতি ঘোষণা করা হয়।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ