28.3 C
Khulna
Wednesday, September 10, 2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে সাংবাদিক তরিকুল শিবলীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার তরিকুল শিবলী (৪০)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সংবাদ সংগ্রহের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক ধারণা, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তরিকুল শিবলী কুমিল্লার বুড়িচং থানার এতবারপুর গ্রামের এ কে এম শাহিদুল্লাহর ছেলে। তিনি উত্তরার দিয়াবাড়ি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।

তার সহকর্মী সাংবাদিক সোহেল রানা জানান, নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় লাইভ সম্প্রচার চলাকালে হঠাৎ তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যান। পরে দ্রুত হাসপাতালে নিলেও তাকে আর বাঁচানো যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “চিকিৎসকের প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে তিনি স্ট্রোকে মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ