খুলনার মোস্তর মোড়ে এক অজ্ঞাতনামা কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এলাকাবাসী রাস্তার পাশে এক কিশোরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। কিছুক্ষণ পরই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিশোরটির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। কী কারণে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি।