28.3 C
Khulna
Wednesday, September 10, 2025

পরিস্থিতি সুবিধাজনক মনে হচ্ছে না: আবিদ

ডাকসু নির্বাচন: প্রার্থীর অভিযোগে অনিয়ম, নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তার সমালোচনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ–সভাপতি (ভিপি) পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন, ভোটের পরিবেশ সুবিধাজনক নয় এবং তার ভোটাধিকার প্রয়োগের আকাঙ্ক্ষা ব্যাহত করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন।

আবিদুল ইসলাম বলেন, “গণতন্ত্র, মানবাধিকার এবং মানুষের বাক-স্বাধীনতাকে হরণের অপচেষ্টা চলছে। দুপুরে অমর একুশে হল এবং রোকেয়া হলে পূরণকৃত ব্যালট শিক্ষার্থীদের দেওয়া হয়েছে। বিষয়টির সত্যতা সম্পর্কে আমি নিশ্চিত হয়েছি।”

তিনি আরও দাবি করেন, এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

প্রার্থীর অভিযোগ, নির্বাচনী আচরণবিধিতে প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশাধিকারের স্পষ্ট উল্লেখ থাকলেও গণমাধ্যমে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে।

গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আবিদুল ইসলাম বলেন, “কোনো কিছু প্রকাশ করার আগে যাচাই-বাছাই করা জরুরি।”

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ