28.3 C
Khulna
Wednesday, September 10, 2025

ভোট কেন্দ্র দখলের পাঁয়তারা করছে ছাত্রদল: শিবির সেক্রেটারি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে ছাত্রদল—এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।

সোমবার (৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ছাত্রদল পরিকল্পিতভাবে কেন্দ্র দখলের চেষ্টা করছে। পোস্টে তিনি সতর্ক করে লেখেন, “মনে রেখো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। কোনো অপকর্ম করার চেষ্টা করলে চরম মূল্য দিতে হবে। ছাত্ররাই তাদের কেন্দ্রভিত্তিক ভোট পাহারা দেবে ইনশাআল্লাহ।”

এদিকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে।

প্রথম তিন ঘণ্টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) বুথে ৩৫ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কর্তৃপক্ষ জানায়। সেখানে বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ভোট দেন। তবে দুপুরের পর কেন্দ্রের সামনে ছাত্রদলের অবস্থান ও স্লোগান দেয়ার কারণে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ করা হয়। প্রায় ১০ মিনিট পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ