28.3 C
Khulna
Wednesday, September 10, 2025

শিবির নেতাকর্মীদের দেখে ‘রাজাকার’ স্লোগান ছাত্রদল কর্মীদের

ডাকসু নির্বাচন: শিবির সমর্থিত প্রার্থীকে লক্ষ্য করে ‘রাজাকার’ স্লোগান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী আবু সাদিক কায়েমকে লক্ষ্য করে ছাত্রদল সমর্থক নেতাকর্মীরা ‘রাজাকার, রাজাকার’ স্লোগান দেন। এ সময় তাদের মুখে শোনা যায়—‘রাজাকার আর স্বৈরাচার, মিলেমিশে একাকার’ স্লোগানও।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে ভোট প্রদানের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ছাত্রদল কর্মীদের এমন স্লোগান দিতে দেখা যায়।

এ প্রসঙ্গে ছাত্রদল সমর্থিত হাজী মুহাম্মদ মহসীন হলের ভিপি প্রার্থী আবুজর গিফারী ইফাত সাংবাদিকদের বলেন, “বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর নিরাপত্তা, বিশেষ করে অনাবাসিক নারী শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে না পারলে প্রশাসনকে এর দায়ভার নিতে হবে।”

তিনি আরও বলেন, “শিবির একটি স্বাধীনতাবিরোধী শক্তি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর স্বাধীনতাবিরোধী শক্তি কখনো এক হতে পারে না।”

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ