৯ সেপ্টেম্বর, প্রতিদিন খুলনা।।
খুলনার মোস্তর মোড়ে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতের নাম মোঃ মেহরাব হোসাইন (২১)। তিনি যশোরের কেশবপুর উপজেলার কান্দা গ্রামের বাসিন্দা। তার পিতা মোঃ মশিয়ার রহমান ও মাতা মোছাঃ শিরিনা আক্তার।
পরিবার সূত্রে জানা যায়, মেহরাব দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। চিকিৎসার জন্য তিনি খুলনায় অবস্থান করছিলেন। গত ৭ সেপ্টেম্বর (রবিবার) রাত সাড়ে ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজের সময় তার গায়ের রং ফর্সা, শরীরের গঠন চিকন এবং তিনি লাল রঙের ফুলহাতা টি-শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত ছিলেন বলে জানান স্বজনরা।
এদিকে, সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে খুলনার মস্তর মোড়ে স্থানীয়রা রাস্তার পাশে এক কিশোরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। কিছুক্ষণ পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে পুলিশ মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
অবশেষে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করলে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়।