ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শিবিরের প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হলেও অন্যদের প্রবেশ সীমিত করা হচ্ছে।
অভিযোগের প্রেক্ষিতে বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় প্যানেলের বিভিন্ন পদপ্রার্থী বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা ‘শিবিরের নির্বাচন মানি না, মানব না’ স্লোগান দেন।
এর আগে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি প্রকাশ করে জানান, “ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ভোটকেন্দ্রের বাইরে লিফলেট বিতরণ করা হচ্ছে, যার এক প্রান্তে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের তালিকা এবং অপর প্রান্তে হলের স্বতন্ত্র প্রার্থীদের তালিকা। খবর এসেছে, এই লিস্টটি পোলিং বুথের ডেস্কের নিচে রাখা রয়েছে।”
নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও এই অভিযোগের বিষয়ে মন্তব্য করেননি।