28.3 C
Khulna
Wednesday, September 10, 2025

নাশকতার জন্য ঢাবির প্রতিটি কোনায় অবস্থান নিয়েছে জামায়াত-শিবির : ছাত্রদল সভাপতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনার সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অভিযোগ করেছেন যে, বিশ্ববিদ্যালয়ের চারপাশে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

রাকিব জানান, “আমরা দুপুর থেকে জানতে পেরেছি, জামায়াত-শিবিরের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন। তাদের কার্যকলাপ অবশ্যই নাশকতা বা ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য বহন করতে পারে। কিছু নির্বাচনী কেন্দ্রে জামায়াতের সদস্য ধরা পড়েছে, যাদের বাগছাসের লোকজন পাকড়াও করেছে।”

তিনি বলেন, “আমরা ঢাবি প্রশাসনের কাছে জানতে চাই, দুপুরের পর থেকে এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় এলাকায় কেমন ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করা হলে তিনি মন্তব্য করেন, “বিশ্ববিদ্যালয়ের চারপাশে লোকজন আছে কি না, এত বড় জমায়েতের বিষয়টি জানলে ভালো হতো।”

ছাত্রদল সভাপতি আরও জানান, “যদি কোনো সংঘর্ষের ঘটনা ঘটে, সেক্ষেত্রে ভিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে। আমরা ভিসি স্যারের সঙ্গে সাক্ষাৎ করতে চাই।”

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ