33.8 C
Khulna
Wednesday, September 10, 2025

ডাকসুতে শুভেচ্ছা জানানোর মতো প্রার্থী নির্বাচিত হয়নি: ইমি

ডাকসু নির্বাচন: ফল প্রত্যাখ্যান, প্রার্থীদের ক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম। সব কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট। তৃতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র জোটের উমামা ফাতেমা, যিনি পেয়েছেন ২ হাজার ৫৪৯ ভোট।

স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ২ হাজার ৩৮৫ ভোট, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ৬৬৮ ভোট এবং প্রতিরোধ পর্ষদের প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি পেয়েছেন ১১ ভোট।

ভোটের ফলাফল ঘোষণার পর তা প্রত্যাখ্যান করেছেন আবিদুল ইসলাম খান ও উমামা ফাতেমা। আব্দুল কাদেরও নির্বাচনকে ‘কারচুপিমূলক’ বলে অভিযোগ করেছেন।

অন্যদিকে প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “ডাকসুতে শুভেচ্ছা জানানোর মতো প্রার্থী নির্বাচিত হয়নি। আমি তাদেরকে আমার প্রতিনিধি হিসেবে মেনে নিতে পারব না।” তিনি আরও জানান, জুলাই অভ্যুত্থানের শহীদ সোহেল রানার পরিবারের প্রতি দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এখনও ন্যায়বিচারের দাবিতে কাজ চালিয়ে যাবেন।

এবারের নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। মোট ৩৯ হাজার ৮৭৪ জন ভোটারের মধ্যে ছাত্রী হলে ভোটার সংখ্যা ছিল ১৮ হাজার ৯৫৯ এবং ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন।

ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হলে ২৩৪টি পদের জন্য লড়েছেন আরও ১ হাজার ৩৫ জন প্রার্থী। সব মিলিয়ে ভোটারদের মোট ৪১টি ভোট দিতে হয়েছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ