প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন জামায়াত নেতা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫

  • শেয়ার করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের ঘটনায় বিল্লাল হোসেন নামের এক স্থানীয় যুব জামায়াত নেতাকে আটক করে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

আটক হওয়া বিল্লাল হোসেন সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি কমলাপুর গ্রামের ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক বজায় রেখে আসছিলেন। এর জেরে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি ওই নারীর ঘরে প্রবেশ করলে পরিবারের সদস্যরা তাকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন। পরে তাকে মারধর করে ছেড়ে দেওয়া হয়।

পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “গত বৃহস্পতিবার রাতে আমরা তাকে ওই নারীর ঘরে আটক করি। পরে গোপনভাবে বিষয়টি মীমাংসা করা হলেও পরে তা প্রকাশ পায়।”

তবে অভিযোগ অস্বীকার করে যুব জামায়াত নেতা বিল্লাল হোসেন দাবি করেন, তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

কালীগঞ্জ উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুল হামিদ বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে এমন ঘটনা প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “লোকমুখে ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

  • শেয়ার করুন